সুজানগরে বোনকোলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে জিয়াউর রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সুজানগর থানা পুলিশ।
গতকাল রাত ৯টা টার দিকে বোনকোলা হাটের নাইট গার্ডের ঘর থেকে তাকে আটক করা হয়। এসময় পুলিশ তার কাছ থেকে ৩ গ্রাম হিরোইন উদ্ধার করে। আটকের সময় সোহানুর রহমান শুভ (২৫) নামে অপর একজন পালিয়ে যায়।
আটককৃত জিয়াউর রহমান, বোনকোলা গ্রামের আঃ বারি মল্লিকের ছেলে। এবং পলাতক আসামী বোনকোলা গ্রামের মৃত শফিকুল ইসলাম রতন ভক্তের ছেলে।
সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান বলেন, আটককৃত ব্যক্তির কাছ থেকে হিরোইন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।