Type Here to Get Search Results !

সুজানগরে ইয়াবাসহ তালিকা ভুক্ত আসামি গ্রেফতার


 পাবনা সুজানগরে ২৩ পিস ইয়াবাসহ মোঃ আবুল হাশেম নামের এক তালিকাভুক্ত মাদক কারবারীকে গ্রেফতার করেছে সুজানগর থানা পুলিশ।

 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১২ দিকে উপজেলার নারুহাটি গ্রামে কালুর বালির খোলার সামনে পাকা রাস্তা উপর থেকে ইয়াবাসহ ওই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ আবুল হাশেম উপজেলার নারুহাটি গ্রামের মোঃ মোহাম্মদ আলী শেখের ছেলে।

 

পুলিশ জানায়, মোঃ আবুল হাশেম তালিকাভুক্ত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নারুহাটি এলাকায় অভিযান চালায়। এ সময় ২৩ পিস ইয়াবাসহ মোঃ আবুল হাশেমকে গ্রেফতার করা হয়।

 

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেফতার মোঃ আবুল হাশেমের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।