Type Here to Get Search Results !

সুজানগরে ইয়াবাসহ নারী গ্রেফতার

 

রফিকুল ইসলাম, সুজানগর, পাবনাঃ সুজানগরে ২৫ পিস ইয়াবাসহ শাপলা খাতুন নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে সুজানগর থানা পুলিশ।


মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বিলক্ষেতুপাড়া নিজ বাড়িতে শয়ন ঘর থেকে ইয়াবাসহ ওই নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাপলা খাতুন উপজেলার বিলক্ষেতুপাড়া গ্রামের মোঃ হাশেম শেখের স্ত্রী।


পুলিশ জানায়, শাপলা খাতুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বিলক্ষেতুপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ২৫ পিস ইয়াবাসহ শাপলা খাতুনকে গ্রেফতার করা হয়।


সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেফতার শাপলা খাতুনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।