মুহাম্মাদ আসাদুল্লাহ, লেখক ও সাংবাদিক
পর্ব-১
বাংলা সিনেমার দুর্দশার কারণ উদঘাটনমূল একটা আর্টিকেল লেখব বইলা ভাবতেছিলাম। বিস্তর ভাবনার পর মনে হইলো, একটা লেখায় পুরো বিষয়টা আনা যাইব না। সিরিজ আকারে লিখতে হইবো।
সত্যি বলতে বাংলা সিনেমার দুর্দশার জন্য যেমন একক কোনো ব্যক্তি দায়ী না, আবার অনেক সময়ে, অনেক যুক্তিতে বেশ কিছু মানুষকে এককভাবে দায়ী মনে করা যায়, বা প্রমাণও করা যায়। সেসব নিয়া লিখলে ওইসব একক ব্যক্তির আশেকানদের প্রতিহিংসার শিকার হওয়া লাগতে পারে। ব্যক্তিজীবন ও প্রফেশনে ঝামেলায় পড়তে পারি। আবার লিখতে গেলে অনেকের নাম আসবে। তারাও ঝামেলা পাকাইতে পারে। আমি ঝামেলা এ্যড়ায়া চলা মানুষ। ঝামেলা বাঁধার ভয়ে কত ল্যাখাই যে ব্যাকস্পেসের মুখে ছুইড়া মারি, ইয়ত্তা নাই।
আজ বাংলা সিনেমার দুর্দশার কারণ নিয়া নতুন একটা ভাবনা মাথায় আইলো। তারপর মনে হইলো নতুনডা দিয়াই শুরু করি। তালি পাইলে আগামু। গালি পাইলে ডিলেট। সুতরাং আপনেরা আপনার স্বাধীন মতামত জানাইবেন। আমি নানা কারণে কমেন্টের রিপ্লাই দিতে না পারলেও সবার কমেন্ট আগ্রহ নিয়া পড়ি।
যা কইতেছিলাম- আজ হঠাত কইরা মনে হইলো বাংলা সিনেমার দুর্দশার পেছনে অন্যতম বড় কারণ অল্প কয়েকজন শিল্পী। যারা নতুন সিনেমা আইলেই সেইটারে সিনেমার কাণ্ডারি বইলা প্রচার শুরু করে। একটা বিষয় খেয়াল করবেন, বর্তমানে আমাদের শিল্পীরা “ঘুরে দাঁড়ানো” সিনড্রোমে ভুগতেছে। তারা একটা সিনেমা করলেই গলা বড় কইরা বলতে শুরু করে, এই সিনেমার হাত ধইরা বাংলা সিনেমা “ঘুরে দাঁড়াবে”। সিনেমা মুক্তি পায়। এসব বড় বড় কথা শুনে দুই চারজন হলে যায়। যায়া কী হয়? পুরাই হতাশ। সিনেমা ঘুইরা দাঁড়ানো তো দূরের কথা, কিছুই দাঁড়ায় না।
বাংলা সিনেমায় এখন দুইটা ধারায় আটকায়া গেছে। বাণিজ্য ধারা হলে সেটায় শিল্প থাকা যাইব না। স্বাধীন ধারা হইলে সেইটায় বাণিজ্য থাকা যাইব না। যেহেতু বাণিজ্য নাই সেহেতু সিনেমা প্রচারের জন্য বাজেটও নাই। আয়নাবাজির মান ছিল, প্রচারের বাজেট ছিল। হিট করছে। অজ্ঞাতনামার মান ছিল, প্রচারের বাজেট ছিল না। তিনদিন পর সিনেমা নামায়া ফেলতে হইছে।
তো যা বলতেছিলাম, প্রতিশ্রুতিশীল শিল্পী ও পরিচালকদের “নিজের সন্তান সবসময় সেরা” এই নীতি থেইকা বাইর হয়া আসতে হইবো। না হলে একবার দর্শক হলে যায়া হতাশ হইলে সেই দর্শককে আপনে আরেকবার হলে ফেরাইতে পারবেন না। জানেন তো, এখন মানুষের ঘরে সিনেমা। আপনার সিনেমা দেখতে ঘর থেইকা বাইর হয়া যে হল পর্যন্ত যায়- নিতান্তই আপনারে, বাংলা সিনেমারে ভালোবাসে বইলাই যায়। একবার দুইবার ধোঁকা খাইলে সেই দর্শকরে সিজার কইরাও ঘর থেইকা বাইর করতে পারবেন না।
আপনে শিল্পী, আপনার মন বড় হইতে হইবো। শিল্পিত মনন থাকতে হইবো। সত্য কথা কওয়ার ক্ষেমতা থাকতে হইবো। আপনি একটা সিনেমা শেষ কইরা কইতে পারবেন? “হাতে কাজ ছিল না বইলা এই সিনেমাটা করছি। গল্প, মেকিং আমার পছন্দ হয় নাই। দর্শক আপনার যদি ইচ্ছা হয় সিনেমা দেইখেন। জানেন তো, বর্তমান পরিস্থিতিতে আপনেরা সিনেমা না দেখলে ভালো সিনেমা বানানো সম্ভব হইতেছে না।” পারবেন না।
আপনেরে ক্যান কইতে হইবো “আমি জীবনে খারাপ সিনেমায় কাজ করি নাই। আমার সিনেমা দেখলে জীবনে অখুশি হন নাই। এইবারও হইবেন না।” আপনি কেমনে জানেন দর্শক কোন সিনেমায় খুশি হইবো আর কোন সিনেমায় অখুশি হইবো? এই কথা তো প্রভাষও বলতে পারে না। শাহরুখ খান যদি বলতে পারতো টানা ফ্লপ উপহার দিয়া খিচ খায়া থাকত না। আমির পারলে একের পর এক ডেট পিছায়া দিত না।
শিল্পী ও নির্মাতাদের দায়িত্বশীল হইতে হইবো। আপনে একটা সিনেমা বানানির পরেই জানায়া দিবেন এটা কোন শ্রেণির দর্শকের জন্য। তারপর তাগো কইবেন হলে আসেন। এইটা আপনাগো সিনেমা। সকল শ্রেণির দর্শকের জন্য সিনেমা বইলা কোনো শব্দ নাই। আপনে সকল শ্রেণির দর্শকের গার্লফ্রেন্ড না যে সবার টেস্ট জাইনা বইসা আছেন। চাপাবাজি থামান। দর্শকরে হতাশ কইরেন না। দর্শকরে একবার হতাশ করবেন, দর্শক আপনারে আজীবন হতাশ কইরা যাইবো। এর এই প্রতিশোধের ফল ভয়াবহ। বুজতেছেন, দর্শকের প্রতিশোধে ১৫০০ হয়া যায় ৬০।
বি: দ্র: ছবির লগে লেখার নিটকতম কোনো সম্পর্ক নাই। দূরতম সম্পর্ক থাকলেও থাকতে পারে। আপনাদের টাইনা আনার জন্য ছবি দেওয়া। ভদ্দরলোকে যারে কয়, পিক ফর এটেনশন।
বি: দ্র-২: কী মনে কইরা যেন অদ্ভুত ভাষায় লিখলাম। আপনাগো কেমন লাগল জানাইবেন। এই ভাষায় চালামু নাকি ভদ্দরলোকের ভাষায় ফিইরা যামু?
বি: দ্র-৩: পর্যাপ্ত সাড়া পাইলে পরের পর্বে যামু।