পাবনার সুজানগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের আগামী ১৮ অক্টোবর ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার(২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলীর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা।
এ সময় সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগীদের উদ্দেশে উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী বলেন, শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহন করেন। তোমরা যেমন তোমাদের বাবা-মায়ের আদরের সন্তান, তেমনি শেখ রাসেলও তার বাবা-মায়ের আদরের সন্তান ছিল। তাই তার সম্পর্কে জানতে তোমাদের নিয়ে আমরা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি।
তিনি আরো বলেন, আজকের শিশুরাই আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে। তাই দেশের ইতিহাস জানতে শিশুদের উৎসাহ দিতে হবে। একই সঙ্গে তাদের জানার সুযোগও তৈরি করে দিতে হবে।