Type Here to Get Search Results !

সামনে আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা

 আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংঘাতময় হয়ে উঠেছে রাজনীতি। সারা দেশে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ। কর্মসূচিতে প্রতিদিনই হামলার শিকার হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

সংঘর্ষে জড়াচ্ছে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশ। এসব কর্মসূচিতে বাধার পাশাপাশি নেতাকর্মীদের বাড়িঘর এমনকি ব্যবসাপ্রতিষ্ঠানেও চালানো হচ্ছে হামলা। রেহাই পাচ্ছেন না কেন্দ্রীয় নেতারাও।

যেখানে হামলা সেখানেই হচ্ছে মামলা। চলছে গ্রেফতারও। পাশাপাশি প্রায় প্রতিদিনই রাজনৈতিক বাহাসে জড়াচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতারা। সেখানে থাকছে রাজপথ দখল ও পালটা দখলের হুঁশিয়ারি।

বিদ্যমান পরিস্থিতিতে বিশ্লেষকদের আশঙ্কা-সামনের দিনগুলোতে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তৃণমূলে ছড়িয়ে পড়া সংঘাত চলে আসতে পারে রাজধানীতে।

বিএনপির দেওয়া তথ্য ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২২ আগস্ট থেকে শুরু হওয়া কর্মসূচিতে রোববার পর্যন্ত ৪১টি সমাবেশে হামলা চালানো হয়।

বিএনপির ৪ হাজার ৮১ নেতাকর্মীর নামোল্লেখ করে মামলা দেওয়া হয়েছে। এতে প্রায় ২০ হাজার অজ্ঞাত আসামি করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২০০ জনকে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত অন্তত ২৫টি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। হামলায় একজন নিহত ও ২ হাজার নেতাকর্মী আহত হয়েছেন। বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়েছে অন্তত ৫০টি স্থানে।

জানতে চাইলে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার যুগান্তরকে বলেন, দেশে যা হচ্ছে এটাকে রাজনীতি বলা যায় না। এটা অপরাজনীতি। কোভিড পরিস্থিতি মোকাবিলা করার মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমাদের অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে।

এই মুহূর্তে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। কিন্তু রাজনৈতিক দলগুলোর পালটাপালটি কর্মসূচি ও বাহাসে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠছে। এভাবে চলতে থাকলে সামনে আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। একে অপরকে ঘায়েলের কৌশল নিয়ে তারা ব্যস্ত। ক্ষমতাসীন দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির কর্মসূচিতে হামলা চালাচ্ছে।

কিন্তু এক সময় বিএনপিও পালটা আঘাত করতে পারে। তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই অনুমান করা যায়। দেশের মানুষ সে ভয়ংকর দিন দেখতে চায় না।

তাই রাজনৈতিক দলগুলোকে দ্রুত আলোচনায় বসতে হবে। রাজপথে রাজনীতির সাময়িক জয়-পরাজয় হতে পারে। কিন্তু চূড়ান্ত সমঝোতা আলোচনার টেবিলেই হতে হবে।

তৃণমূলে সংঘাত ছড়িয়ে পড়লেও তা বন্ধে কোনো পক্ষকেই কার্যকর উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। উলটো প্রতিনিয়ত একে-অপরকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে।

যেখানেই তারা কথা বলছেন ঘুরেফিরে স্থান পাচ্ছে রাজনৈতিক উত্তেজনাই। বক্তৃতা-বিবৃতিতে শক্তির মহড়া দিচ্ছেন দুদলের নেতারা।

শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আমি গায়ে পড়ে আক্রমণ করব না। কিন্তু আমি যদি তাদের দ্বারা আক্রান্ত হই, তখন নিজেকে রক্ষা করতে পালটা জবাব দিতে হবে। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে এ জবাব দেবে।’

শনিবার ছাত্রলীগের এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেন, ‘আন্দোলন করতে করতে মির্জা ফখরুল সাহেব গলা শুকিয়ে ফেলছেন। কিন্তু মরা নদীতে তো জোয়ার আসে না। কোন মুখে বলেন ফয়সালা হবে। ফয়সালা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফাইনাল খেলায়। তখন দেখা যাবে কে হারে কে জেতে। রাজপথে হুমকি দিয়ে লাশ ফেলতে চান। আপনারা লাশ ফেলার দুষ্টচক্রে ঢুকে গেছেন।’

বিএনপিকে মোকাবিলার জন্য রাজপথে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী যুবলীগ। জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করে যুবলীগ।

এ সময় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আজ থেকে তারা মাঠে থাকবেন। নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রের জবাব দেবেন। তারা যদি জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে যুবলীগের প্রত্যেক নেতাকর্মী রাজপথে থেকে তার দাঁতভাঙা জবাব দেবেন।’

বসে নেই বিএনপির নেতারাও। শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের এবার হচ্ছে শেষ লড়াই। এবার আমাদের জীবনমরণ লড়াই করতে হবে। হয় জীবন না হয় মরণ।’

শনিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগ আরেকটি পাতানো নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। সে কারণে আবার তারা বিরোধী দলের ওপর চড়াও হতে শুরু করেছে। গুলি, ভাঙচুর এবং হত্যা করে বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দিতে চায়। মাঠের ভেতরে একা থেকেই আওয়ামী লীগ নির্বাচন করতে চায়। এবার আর তা হবে না। আমরা এবার কোনোমতেই পরাজিত হব না। কারণ, এবার বিজয় লাভ করতে হবে, এর কোনো বিকল্প নেই।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন একই অনুষ্ঠানে বলেন, ‘সংকটের সমাধান হবে রাজপথে। রাজপথে আমাদের সেইভাবে প্রস্তুতি নিতে হবে।’

জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ যুগান্তরকে বলেন, এখন রাজনীতিতে প্রতিযোগিতা বলে কিছু নেই। আছে প্রতিহিংসা। এ প্রতিহিংসারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি।

রাজনীতিতে হুঙ্কার, পালটা হুঙ্কার চলবে। কিন্তু মাইর হবে একতরফা। হাতে লাঠি থাকবে, মাঠ দখল করতে দেওয়া হবে না-এসব কথাবার্তা হবে। তবে এসবে আমরা অভ্যস্ত।

নির্বাচন যত কাছাকাছি আসবে ততই এটা বাড়তে থাকবে। সংঘাত হলে সাধারণ মানুষ ভুগবে। কিন্তু তারা তো এদের নিয়ে ভাবে না। ভাবলে এ অবস্থার সৃষ্টি হতো না।