আটককৃতরা হলো, সাগতা গ্রামের মৃত বিশু শেখের ছেলে শিপন শেখ (৩২), আঃ রশিদ শেখের ছেলে আঃ রাজ্জাক শেখ (৪০), মৃত আছালক মোল্লার ছেলে ছামিউল (৩২) এবং শোলাকুড়া গ্রামের শাহাদাৎ শেখের ছেলে জুয়েল শেখ (৩২)
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সাগতা গ্রামের মিয়াপাড়া আবু শেখের বাড়িতে কতিপয় কিছু লোকজন নিয়ে জুয়া খেলা হচ্ছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৪ জুয়ারীকে আটক করে থানায় নিয়ে আসে।
সুজানগর থানা অফিসার ইনচার্জ আঃ হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাবনা পুলিশ সুপার জনাব আকবর আলীর মুন্সির নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সুজানগর থানা পুলিশ।