Type Here to Get Search Results !

চা শ্রমিকদের পাশে দাঁড়ালেন কবি নির্মলেন্দু গুণ

 


দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে সম্প্রতি আন্দোলনে নামেন চা শ্রমিকরা। সেই জেরে দৈনিক মজুরি ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকার সিদ্ধান্ত নেন মালিকপক্ষ। তবে সেই সিদ্ধান্তও প্রত্যাখ্যান করেন চা শ্রমিকদের একাংশ।

এদিকে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সোচ্চার হয়েছেন কবি নির্মলেন্দু গুণ। সোমবার (২২ আগস্ট) সকালে ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, চা শ্রমিকদের দৈনিক বেতন ৩০০ টাকা করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমাকে পথে নামতে বাধ্য করবেন না। ভালো হবে না।

তবে প্রধানমন্ত্রীর ওপর সম্পূর্ণ আস্থা রেখে কাজে ফিরছেন চা শ্রমিকরা। বিদেশ সফর থেকে ফিরে শ্রমিক ইউনিয়নের সঙ্গে মিটিং করে মজুরি নির্ধারণ করে দেবেন তিনি।

প্রসঙ্গত, কবি নির্মলেন্দু গুণ ১৯৪৫ সালে নেত্রকোণায় জন্মগ্রহণ করেন। স্বাধীনতার পূর্বে তিনি সমাজতান্ত্রিক রাজনীতিতে সক্রিয় ছিলেন। সাংবাদিকতায়ও জড়িত ছিলেন। তিনি প্রধানত একজন আধুনিক কবি। শ্রেণীসংগ্রাম, স্বৈরাচার-বিরোধিতা, প্রেম ও নারী তার কবিতার মূল-বিষয় হিসেবে বারবার এসেছে। কবিতার পাশাপাশি ভ্রমণ কাহিনীও লিখেছেন।

তার সাহিত্যকর্মের মধ্যে ‘শুধু তোমার জন্য’, ‘তোমার চোখ এতো লাল কেন?’, ‘যাত্রাভঙ্গ’, ‘ওটা কিছু নয়’, ‘মাছি’, ‘আসমানী প্রেম’, ‘তুলনামূলক হাত’, ‘মানুষ’, ‘মোনালিসা’, ‘ফুলদানি’, ‘টেলিফোনে প্রস্তাব’, ‘এবারই প্রথম তুমি’, ‘এপিটাফ’, ‘উল্টোরথ’, ‘উপেক্ষা’, ‘আমি চলে যাচ্ছি’, ‘পতিগৃহে পুরোনো প্রেমিক’, ‘পূর্ণিমার মধ্যে মৃত্যু’, ‘আবার যখনই দেখা হবে’ উল্লেখযোগ্য।