Type Here to Get Search Results !

সুজানগরে বিড়ি কারখানার শ্রমিকের আত্মহত্যা


 পাবনার সুজানগরে মো.আজম আলী(৫৫) নামে এক বিড়ি কারখানার শ্রমিক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।


সে ফরিদপুর উপজেলার মৃত আজিম উদ্দিনের ছেলে এবং সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চৌধুরীপাড়ায় অবস্থিত বাংলা বিড়ি কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।


স্থানীয়রা জানান, নিহত আজম আলী মঙ্গলবার স্থানীয় ভাড়া বাসায় সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খায়। পরে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। থানার ওসি আব্দুল হাননান জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।